কামরুল ইসলাম চট্টগ্রামঃ
রবিবার সোমবার আসছে সোনার হরিণ, ঢাকার দিকে নজর লোহাগাড়া সাতকানিয়ার জনসাধারণ ও তৃণমূল নেতাকর্মীদের। ঢাকা থেকে সোনার হরিণ নৌকার মাজি হয়ে কে আসছেন, দীর্ঘ দিনের রাজনিতির মূল্যায়ন কি হচ্ছে সঠিক নেতার হাতে নৌকর হাল যাচ্ছে কি এই নিয়ে তৃণমূল নেতাকর্মীদের বিভিন্ন জল্পনা কল্পনা। কেননা দীর্ঘ দিন যাবৎ যাদের নিয়ে তৃণমূল নেতাকর্মীদের আশা সেই আশা কি বেঙ্গে পড়বে নিরাশা হতশা নিয়ে নির্বাচন করবেন অনেকে, কিন্তু যাকে দিবে দিকনা কেন সব কিছু মেনে নিয়ে দেশ ও দলের সার্থে নির্বাচন করতে হবে। এই নৌকার জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ সংসদীয় আসন (সাতকানিয়া-লোহাগাড়া) নৌকার মনোনয়নের জন্য বিভিন্ন দপ্তরে ও কেন্দ্রীয় নেতাদের কাছে তদবিরে রয়েছেন ডজন খানেক উপরে।
লোহাগাড়া সাতকানিয়া জনসাধারণ ও তৃণমূল নেতাকর্মীদের আলোচনায় রয়েছে ৩ জন।
১/ ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী
২/ আমিনুল ইসলাম ৩/ এম.এ মোতালেব
হেট্টিকের অপেক্ষায় নদভী কেন্দ্রের ও তৃণমূল নেতাকর্মীদের পছন্দ আমিন বিশেষ চাহিদায় মেতালেব।