চট্টগ্রাম

ভূমিদূর্ষ ডাক্তার গোলাম নুরের ইন্দনে অসহায় মুক্ত যোদ্ধা নুর ইসলামের জায়গা দখলের পায়তারা চলছে

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
এই বিষয়ে সাংবাদিক কামরুল ইসলাম বাদী হয়ে লোহাগাড়া থানায় একটা অভিযোগ দায়ের করেন। অভিযোগে কামরুল ইসলাম উল্লেখ করেন তিনি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কামরুল ইসলাম পেশায় একজন সাংবাদিক বাড়ি আমিরাবাদ ইউনিয়নের মাষ্টার হাট এলাকার মহাজন পাড়ায় তার বাড়ি ।পক্ষান্তরে গোলাম নুর পেশায় একজন ডাক্তার হলেও সে একজন ভূমিদূর্ষ দীর্ঘ দিন দরে মুক্তি যোদ্ধা নুর ইসলামের পরিবারের যায়গা দখল করার জন্য পাইতারা করে আসছে গোলাম নুরের ভাই আবদুল হাদী ও আবদুল হাদীর পুত্র হাদী রিয়াদ হোসেন সন্ত্রাসী এবং ইয়াবা কারবারি তারা দীর্ঘ দিন দরে টেকনাফ থেকে দেশের বিভিন্ন জায়গায় ইয়াবা পাচার করে আসছে । এদের বিষয়ে স্থানীয় জনসাধারণ বলেন আবদুল হাদী ও বাবু দুইজন উশৃংখল জোরজবর দখলবাজ এবং আইন অমান্যকারি সন্ত্রাসী প্রকৃতির লোক হয়। কামরুল ইসলাম আরও বলেন আমি লোহাগাড়া থানায় হাজির হইয়া বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিতেছি যে, আমার মৌরষী খতিয়ান ভুক্ত দীর্ঘ বহুবৎসরের ভোগ দখলীকৃত নাল জমি বিবাদী গন অন্যায় ও অহেতুক ভাবে দাবী করিয়া জোর পূর্বক দখল করার চেষ্টা সহ আমাদের কে উক্ত নাল জমি হইতে উচ্ছেদ করিবে মর্মে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করিয়া আসিতেছিল।উক্ত বিরোধ সংক্রান্তে স্থানীয় ভাবে বিবাদীগণের সাথে আপোষের চেষ্টা করি। কিন্তু বিবাদীগন প্রভাবশালী ও সম্পদলোভী সন্ত্রাসী প্রকৃতির লোক হওয়ায় স্থানীয় কাহারো কোন কথা না শুনিয়া আমার উক্ত নাল জমি জবরদখল করার চেষ্টায় লিপ্ত থাকে। বর্তমানে উক্ত সম্পত্তি আমার পিতার নামে বি, এস খতিয়ান রেকর্ড আছে। এমতাবস্থায় বিবাদীগণ আমার পিতার নামে বি এস খতিয়ান অমান্য করিয়া গত ৩১/১০/২০২৩ ইং তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় বিবাদীগণ ও অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসী প্রকৃতির লোক আমার উক্ত নাল জমিতে এসে আমার বাবার রোপণ কৃত নারিকেল গাছ কাটিয়া এবং বাহির থেকে ও গাছ এনে গাছ রাখিয়া জোর পূর্বক দখল করে রাখে এই সময় খবর ফেয়ে আমি ও আমার পরিবারের লোক জন গিয়া বিবাদীরা এহেন অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ করিলে বিবাদীগণ ক্ষিপ্ত হইয়া দেশিয় অস্ত্র সশস্ত্র সজিত হইয়া আমাদের কে অকথ্য ভাষায় গালমন্দ সহ মারদর করিতে উদ্যত হয়। ঐ সময় আশপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীগণ প্রকাশ্যে হুমকি দিয়া বলে যে আমাকে ও আমার পরিবারের সদস্যদের কে মারধর করিয়া অঙ্গহানি করিবে,আমার ভোগ দখলীয় উক্ত নাল জমি জোর পূর্বক দখল করিয়া নিবে।আমাকে মিথ্যা মামলা দিয়া হয়রানি করিবে,মর্মে প্রকাশ্যে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রধান করেন। বর্তমানে ও বিবাদীগণের হুমকি ধমকি অব্যাহত আছে।

বিবাদীগণ অত্যান্ত উগ্র ও সম্পদলোভী সন্ত্রাসী প্রকৃতির লোক হওয়ায় তাহারা যে কোন সময়ে আমার মৌরষী ক্রয়কৃত ভোগ দখলীয় নিম্ন তফসিললোক্ত নাল জমি জোর পূর্বক দখল করতে পারে যাহার ফলে বিবাদীগণের দ্বারা আমি ও আমার পরিবারের উপর যে কোন অঘটন সহ এলাকায় শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশংকা রহিয়াছে উক্ত বিষয়ে আমি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের অবত সহ আমার আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করতঃ ভবিষ্যতে আইনি সুত্র সৃজনের উদ্দেশ্য মহোদয়ের নিকট অত্র অভিযোগ দায়ের করিলাম।

এই বিভাগের আরও খবর

Back to top button