শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জের নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের মরহুম ইয়ার আলী সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী সরদার (৭৫) আর নেই।
রোববার ১৯ (জানুয়ারী) বিকেল সাড়ে ৪ টার দিকে মসজিদে আসরের নামাজ পড়তে যেয়ে ওযু করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার জোহরের নামাজের পর বাবুরাবাদ শেখপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের উপস্থিতিতে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধার নেতৃত্বে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম ও নলতা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুলসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরবর্তীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুম বীর মুক্তিযোদ্ধা মোবারক আলীর দাফন সম্পন্ন হয়েছে।