শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডলের সভাপতিত্বে এসব সভায বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ^াস, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা, সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবীকা শীল, উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র গাইন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, বিজিবির সুবেদার আমিনুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন ম্যানেজার খাইরুল আলম, ছাত্র সমন্বয়ক শেখ রাকিবুর জামান, রোকেয়া মনসুর মহিলা কলেজের ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান প্রমুখ। আগামী ৩১ ডিসেম্বর থার্টি ফাস্ট নাইট উদযাপনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি বন্ধ, চায়ের দোকান রাত ১০টার পর বন্ধ রাখা, ক্যারামবোর্ডসহ সকল প্রকার জুয়া বন্ধ, মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা, সড়কে ডাম্পারসহ অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।