রাজশাহী

রাজশাহী জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম জেলা কমিটির আহ্বায়ক ঘোষণা।

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহীঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, রাজশাহী জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক এম. আবু ফয়েজ ও সদস্য সচিব মো. বিল্লাল হোসেন (বিপ্লব) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। নতুন আহ্বায়ক কমিটিতে রাজশাহী জেলা শাখা আহবায়ক হিসেবে মাহবুব আলম জনি ও মোঃ নাসিম পারভেজ সদস্য সচিব মনোনিত হয়েছেন। কমিটির অন্যরা হলেন- সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মনোয়ার হোসেন খোকন, যুগ্ম-আহ্বায়ক রাজু আহম্মেদ, মোঃ মারুফ উল ইসলাম, মোঃ আবু জার, মানজারুল হক শাকিল, মোঃ মুসফিকুল রহমান ফুয়াদ ও মোঃ শাখাওয়াত হোসাইন।সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম- কেন্দ্রীয় সংসদের আহবায়ক এম. আবু ফয়েজ এবং সদস্য সচিব মো. বিল্লাল হোসেন (বিপ্লব) এর সিদ্ধান্ত মোতাবেক উল্লেখিত প্রতিষ্ঠান বা, ইউনিটের আইনের ছাত্র-ছাত্রীদেরকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করতে নতুন সদস্য সংগ্রহ এবং উক্ত ইউনিটে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য এই আহবায়ক কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।নতুন কমিটির আহ্বায়ক মাহবুব আলম জনি ও সদস্য সচিব মোঃ নাসিম পারভেজ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এম. আবু ফয়েজ ও সদস্য সচিব মো. বিল্লাল হোসেন (বিপ্লব) আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা যথাযথভাবে সম্পাদনে আমরা বদ্ধপরিকর।

এই বিভাগের আরও খবর

Back to top button