মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদরের দঃ বাখরপুর বাংলাবাজার জামেউল উলূম হাফিজিয়া কাওমী মাদ্রাসা ও এতিমখানার ৫১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বাখরপুর বাংলাবাজার জামেউল উলূম হাফিজিয়া কাওমী মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটির আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন মিন্টু মাঝিকে সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল ঢালিকে মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
সহ-সভাপতি মোক্তার হোসেন মাঝি, সহ সেক্রেটারি রুবেল হোসেন খান, সহ ৫১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি অনুমোদন করা হয়।
নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন মিন্টু মাঝি তিনি বলেন, কোরআনের আলো মানব সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য মাদ্রাসা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দ্বীনের পথে এগিয়ে যেতে মাদ্রাসা শিক্ষা সকলের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সকলকে মাদ্রাসা মুখী হওয়ার আহ্বান করেন। তিনি অভিভাবক দের উদ্দেশ্যে আরও বলেন, দেশ ও জাতি কে সমৃদ্ধ করতে আজকের শিশু ভবিষ্যতের দেশ পরিচালনা করবে। তাই তাদেরকে কুরআন শিক্ষা দিলে, কুরআনের আদর্শে একদিন দেশ পরিচালিত হবে,সন্তানের প্রতি যত্নবান হলে সেই সন্তানের ভবিষ্যতে আপনার খেয়াল রাখবে।