অপরাধ

বান্দরবান আলীকদমে ভাইয়ের হাতে ভাই খুন।

মোঃ নাজমুল হুদা বান্দরবান জেলা প্রতিনিধিঃ
বান্দরবান পার্বত্য জেলার আলীকদমের নয়াপাড়া এলাকায় একটি গরু বাছুরকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই খুন (মৃত্যু)হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯ টায় নয়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া পাড়া এলাকার মৃত আনোয়ার হোসেন পুত্র বড় ভাই মোহাম্মাদ মুসা মিয়ার সাথে পারিবারিক দ্বন্দ্বে তার ছোট ভাই মো. নুরুল আবছার মামুনের কানে কামড় দিলে কান থেকে দ্রুত রক্তক্ষরণ হয়।

এতে নুরুল আবছারকে প্রাথমিক পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৩ টায় মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজের পালিত একটি গরুর বাছুরকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মো. মুসা নামের আপন বড় ভাই কানে কামড় দেওয়ার সাথে সাথে কান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে তার অবস্থার অবনতির আশংকা দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে ডাক্তার। এক পর্যায়ে চিকিৎসারত অবস্হায় নূরুল আবছার মামুন মৃত্যুবরণ করে।

নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন বলেন, সকালে তাদের দুই-ভাইয়ের মধ্যে একটি গরু বাছুরকে কেন্দ্র করে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কানে কামড় দিলে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে নুরুল আবছার মামুনের মৃত্যু হয়।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দীন বলেন, নয়াপাড়া এলাকায় ভাইয়ের হাতে ভাই নিহত হওয়ার ঘটনা শুনেছি। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button