অপরাধ

বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভুয়া পুলিশ কর্মকর্তা গ্রেফতার হয়েছে।

শফিক শাহিন বরিশাল।
বরিশালের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভুয়া পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ২৬ ডিসেম্বর রাত সাড়ে ১০ টার দিকে বরিশাল রগরীর ১৯ নং ওয়ার্ডের বাড়াটিয়া বাসিন্দা আগৈলঝাড়া থানার পতিহার গ্রামের লক্ষণ চন্দ্র সোম ওরফে পলাশ সোম এর ছেলে অভিষেক ওরফে সোম অভি(৩০) ২৯ নং ইছাকাঠীর শাহ পরান সড়কের হাতেম আলী মনজিদ সংলগ্ন রানা হাওলাদারের হোটেলের সামনে এসে তিনি নিজেকে স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তা পরিচয় দিয়ে এলাকার মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মালালায় কয়েক জনের নাম আছে বলে জানায় এবং অত্র এলাকার দুলাল মৃধা ও সোহেল ইসলামের নাম আছে বলে তাদের দুইজনকে লোক মারফত ডেকে আনে এবং তাদের দুইজনের নামে মামলা আছে বলে জানায়।
পরে তাদেরকে মামলা থেকে নাম কেটে দেয়ার কথা বলে মোটা অংকের টাকা দাবি করে ঐই ভুয়া কর্মকর্তা। ভুয়া কর্মকর্তা অভির কথা বার্তায় সন্দেহ হলে প্রতারক অভি তাদেরকে পরিচয়পত্র (পুলিশ আইডি কার্ড) এবং ওয়াকিটকি (ওয়ালেস) সেট দেখায়। তাকে সন্দেহ হওয়ায় বিষয়টি এয়ারপোর্ট থানার ওসি মোঃ জাকির সিকদারকে জানানো হলে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি দ্রুত অবহিত করিলে ঊর্ধ্বতন কর্মকর্তারা ওসিকে নির্দেশ দেয় যে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জিজ্ঞেসবাদ করার। পরে উপস্থিত জনতার সম্মুখে অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞেসবাদ করিলে তিনি তার সঠিক পরিচয় দেয় এবং তার অপরাধ স্বীকার করে নেয়, পরে উপস্থিত জনতার উপস্থিতিতে তার কাজ থেকে স্পেশাল ব্রাঞ্চের ০৩ টি, পুলিশের ০১ টি সহ মোট ০৪ টি ভুয়া আইডি কার্ড,০১ টি কালো রং এর ওয়াকিটকি (ওয়ারলেস সেট), ০২ টি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করে থানা পুলিশ। ওইদিন রাতেই আসামীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। পরের দিন ২৭ ডিসেম্বর শুক্রবার সকালে আসামীকে বরিশাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button