কামরুল ইসলাম চট্টগ্রামঃ
লোহাগাড়া উপজেলাধীন লোহাগাড়া সদরে অবস্থিত হেলাল ডাইন চাইনিজ রেষ্টুরেন্টে বীরমুক্তিযোদ্ধা ,প্রবীন সাংবাদিক মরহুম জামাল উদ্দীনের ৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গনঅধিকার পরিষদের পক্ষ থেকে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হালাল ডাইন রেস্টুরেন্টে রাতের খাবারের আয়োজন ছিল ।গন অধিকার পক্ষ থেকে সাংবাদিক জামালের মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠান শেষ হলে সাংবাদিক জামালের ভাতিজি নাচিমা আক্তার শিফা বলেন, সিফা আরও বলেন মঙ্গলবার রাত দুইটার সময় অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরার পথে কফি কওয়ার ইচ্ছে হলে আবার ও আমি সহ দুই, তিন জন মাশাবি রেষ্টুরেন্টে কপি খেতে যায় এবং মাশাবি রেস্টুরেন্টে কপি খেতে ডুকলে এই সময় মাশাবির মালিক, আব্দুল গনির সাথে নাছিমা আক্তার শিফার পূর্বের শত্রুতামি জের ধরে নাছিমা আক্তার শিফার উপর গনির ম্যানেজার সহ ২/৩ কয়েক জন মিলে হামলা করে। কি কারণে জানতে চাইলে শিফা বলেন গনির রেস্টুরেন্টের বিরুদ্ধে কিছু দিন পূর্বে একটা নিউজ দিয়েছিলাম সেই শত্রুতামির যের ধরে আমার ওপর গতরাতে ওর ম্যানেজারকে দিয়ে আক্রমণ করায় আমার মোবাইল শুদ্ধ ভেঙ্গে দিয়েছে ভিডিও করছিলাম বিদায়। ম্যানেজারের আক্রমণের সাথে সাথে ওইটারও এগিয়ে আসে এই বিষয়ে লোহাগাড়া থানায় ডিউটি কর্মকর্তা অফিসারকে অভিযোগ অবগত করেছি। এখনো পযন্ত মামলা করেনি আমি ঘটনার পর লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছি অন্যদিকে গনি বলেন কালকে রাতে এমন ঘটনা ঘটে নাই বিস্তারিত কিছু বলেন নাই।