মোঃ নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার তারৈল এলাকার পিআরবি ইট ভাটার মালিক ইয়াকুবের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। গত ৪অক্টোবর শুক্রবার রাত সাড়ে ৮টায় ইটভাটা থেকে তারৈল গ্রামের নিজ বাড়িতে যাওয়ার সময় তিনি সন্ত্রাসীদের কবলে পড়েন। পুলিশ জানায়, তারৈল এলাকার পিআরবি ইটভাটার অংশীদারী মালিক ইয়াকুব দীর্ঘদিন ধরে ইটভাটার ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিছুদিন ধরে স্থানীয় সন্ত্রাসীরা ইয়াকুবের কাছে ৫লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় ৯/১০ সদস্যের একদল সন্ত্রাসী লোহার রড, এসএস পাইপ, রামদা, ছেনদা, লাঠিসোঁটায় সজ্জিত হয়ে তার উপর হামলা চালায়। হামলাকারীরা ইয়াকুবের সঙ্গে থাকা নগদ ২লাখ টাকা ও মোবাইলফোন লুটপাট করে নিয়ে যায়। হামলায় ইয়াকুব রক্তাক্ত জখম হয়। এক পর্যায়ে ইয়াকুবের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত ইয়াকুবকে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ব্যবসায়ী ইয়াকুব বাদী হয়ে তালৈর গ্রামের আরিফ(৫২) ও জাহিদকে(২৬) নামীয় ও অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।