অপরাধ

ধুনটে ক্ষমতার দাপটে অবৈধভাবে বালু উত্তোলন করছে ঠিকাদার মোঃ বেলাল এন্ড ব্রাদার্স

মোঃ নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
ধুনট উপজেলা ভান্ডাবাড়ী ইউনিয়নের যমুনা নদীর মধ্যে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে বিভিন্ন ফসলি জমি ধসে যাচ্ছে এবং হুমকির মুখে পড়ছে পরিবেশ। স্থানীয় প্রযুক্তিতে তৈরি এসব ড্রেজার দিয়ে থেকে যত্রতত্র ভূগর্ভস্থ বালু উত্তোলন করায় আতঙ্কে রয়েছেন শিমুলবাড়ি, সহড়াবাড়ী বায়নাজান কচুগাড়ী এলাকাবাসী। বছরের পর বছর ধরে ড্রেজার মালিকরা এ অবৈধ কাজটি করে যাচ্ছে প্রভাবশালী ঠিকাদার মোঃ বেলাল এন্ড ব্রাদার্স ও ভান্ডারবাড়ী ইউনিয়নের বিএনপি সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সেক্রেটারি মাহমুদুল হাসান ওসহিদুল ইসলাম সহীদ জানা গেছে, ড্রেজার দিয়ে উত্তোলনকৃত বালুর বেশিরভাগই স্থানীয় ঠিকাদাররা তাদের নির্মাণ কাজে ব্যবহার করে। সড়ক ও সরকারি স্থাপনার মেঝে ভরাট করা হচ্ছে এ বালু দিয়ে। ভূগর্ভস্থ এ বালুতে কাদামাটির পরিমাণ বেশি থাকে। ফলে মাটি মিশ্রিত এ বালু দিয়ে তৈরি গার্ডার সেতু, কালবাট সড়ক ও স্থাপনা টেকসই না হওয়ায় প্রতিবছর সরকারের উন্নয়ন কাজের কোটি কোটি টাকা গচ্চা যাচ্ছে। তাছাড়া কম খরচে ও সহজ পদ্ধতিতে বালু পাওয়ায় ঠিকাদারদের পাশাপাশি বসতবাড়ি নির্মাণেও অনেকে পরিবেশ বিধ্বংসী এই ড্রেজার ব্যবহার করছে।

এই বিভাগের আরও খবর

Back to top button