বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে চাউল ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করতে গিয়ে বগুড়ার শাজাহানপুরে জনতার হাতে আটক ও গণধোলাইয়ের শিকার হয়েছেন কথিত সাংবাদিকসহ দু’জন। ৯৯৯-এ ফোন করে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে,বগুড়া সদর উপজেলার ফাঁপোড় গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে রায়হানুল ইসলাম (৩৬) এবং বগুড়া শহরের মালগ্রাম উত্তরপাড়া এলাকার মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে মিলন (৩০) মাঝে মধ্যেই শাজাহানপুর উপজেলার ওমরদিঘী বাজারে গিয়ে স্থানীয় চাউল ব্যবসায়ীদের নিকট থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতো।
এর ধারবাহিকতায় গত শুক্রবার বিকাল ৫টায় ওমরদিঘী এলাকার শাজাহান আলী মন্ডলের ছেলে আশিকুর রহমান (২২) এর চাউলের দোকানে গিয়ে ডিবি পুলিশ পরিচয় দিয়া ভয়ভীতি দেখিয়ে ৩ হাজার টাকা নেয়।
পরদিন ১৯ আগষ্ট শনিবার সন্ধ্যা ৭টায় পূনরায় ওমরদিঘী বাজারের চাল ব্যবসায়ী আব্দুল হান্নানের দোকানে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ২ হাজার টাকা দাবি করে। আব্দুল হান্নান ৭শ’ টাকা দিলে তারা আরও টাকা চায়।এতে আব্দুল হান্নানের সন্দেহ হয় এবং ডিবি পুলিশের পরিচয়পত্র দেখতে চায়।
এ সময় আশপাশের লোকজন উত্তেজিত হয়ে তাদেরকে আটক করে ও গণধোলাই দেয়।
একপর্যায়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন দিয়ে আটককৃতদের পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় চাল ব্যবসায়ী আশিকুর রহমান বাদি হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করলে আটককৃত আসামীদের পুলিশ গ্রেফতার দেখায়।
শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানিয়েছেন, ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে গ্রেফতাকৃত রায়হানের স্বজনদের দাবি রায়হান দীর্ঘদিন যাবত সাংবাদিকতা পেশায় নিয়োজিত।
সে বগুড়া থেকে প্রকাশিত দুর্জয় বাংলা এবং সকালের আনন্দ পত্রিকায় কাজ করেছে। বর্তমানে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছে।