মোঃনুরনবী বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ে সীমান্তবর্তী এলাকাগুলোতে বেড়েই চলছে মাদক ব্যবসা প্রতিনিয়ত মাদক ব্যবসায়ীরা ভারত থেকে নিয়ে আসতেছে অবৈধ মদ ফেন্সিডিল
ইয়াবা সহ নানা রকম নেশা জাতীয় মাদকদ্রব্য
এতে নষ্ট হয়ে যাচ্ছে সীমান্তবর্তী এলাকার যুব সমাজ তারি ধারাবাহিকতায় প্রতিনিয়ত বর্ডার গার্ড বাংলাদেশ অভিযান অব্যাহত রেখেছেন সীমান্তবর্তী এলাকাগুলোতে যুব সমাজ যাতে মাদকের দিকে ঝুঁকে না যাই সেজন্য কাজ করে যাচ্ছেন ঠাকুরগাঁওয়ের ৫০ বিজিবি।
ঠাকুরগাঁওয়ে ভারতীয় ফেন্সিডিল (আসামি বিহীন) আটক করছে ৫০বিজিবি ঠাকুরগাঁও ৫০বিজিবি অন্তভুক্ত ৫০/ ডি কোম্পানির কান্দাল বিওপি, ১৪ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ, সময় আনুমানিক ০৪৩০ ঘটিকায় (-) সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে (-) সীমান্ত পিলার ৩৫৯ হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়দহ গা” নামক স্থান (-) যাহার জিয়ার নম্বর, ১১৩৬০৭ ম্যাপ: ৭৮সি/১ (-) টহল কমান্ডার, জেসিও ৭৮৬৪ সুবে: মোঃ মোজাম্মেল হক সাথে – ১০ জন(-) আসামী বিহীন (-) ৩১০ বতল ভারতীয় ফেন্সিডিল (১০০ mL) আটক করা হয়েছে (-) যাহার সিজার মূল্য – ১,২৪,০০০/- (এক লক্ষ চব্বিশ হাজার টাকা
এই তথ্য নিশ্চিত করেছেন মোঃ মোজাম্মেল হক
কোম্পানি কমান্ডার ৫০/ডি কোম্পানি।