এস আর শাহ্ আলম চাঁদপুরঃ
সরকারি পুকুরের মাছ চুরির মামলায় জামিন পেলেও ঘরে ফিরতে পারেনি চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাএলীগ নেতা শাহাদাত হোসেন সবুজ পেদা, পিতা মোঃ বাচ্চু মিয়া পেদা, জানা যায় ইউনিয়ন মনিপুর গুচ্ছ গ্রামের সরকারি পুকুরের মাছ চুরির মামলায়, মঙলবার ইউনিয়ন চেয়ারম্যান সহ আরো ৭ জন কে আদালত কারাগারে প্রেরণ করে। আর বুধবার আসামি পক্ষের সিনিয়র আইনজীবী এ্যাড সেলিম আকবর ফুটাপে আটককৃত আসামিদের হাইমচর আমলী আদালতে জামিন চাইলে, আদালত, চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ সহ বাকিদের জামিন মঞ্জুর করলেও, ঘরে ফেরা হয়নি চেয়ারম্যান এর, কারন একই আদালতে পূণরায় চেয়ারম্যান এর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাএ আন্দোলন কারিদের উপরে হামলার অভিযোগে তাকে আটক দেখানো হয় বলে জানা যায়, গত ৪ই আগষ্ট জেলার হাইমচর উপজেলায় বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতা কর্মিরা দেশীয় অশ্র সশ্র লাঠি ঠোটা, লোহার পাইপ নিয়ে আন্দোলনকারিদের উপরে অর্তকৃত হামলা চালায়, তাদের হামলায়, অসংখ্য ছাএ ছাএী গুরুতর আহত হবার ঘটনায় শিক্ষার্থী আহসান হাবিব, (২৫) পিতা আবু পাটোয়ারী , গন্ডামারা, বাদী হয়ে আওয়ামী, যুবলীগ,ছাএলীগ,সেচ্চা সেবক লীগ সহ দলীয় ৪২ জন নাম উল্লেখ করে অঞ্জাত আরো ২-৩ শ জনকে আসামি করে হাইমচর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। আর সেই মামলার অঞ্জাত হিসেবে, বুধবার হাইমচর থানার মামলার অভিযোগ পএটি হাইমচর আদালতে প্রেরণ করে ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাএলীগ নেতা শাহাদাত হোসেন সবুজ কে আসামি দেখানো হলে আদালত তার জামিন না মঞ্জুর ল করেন, বলে সুএে জানায়, অপর দিকে মাছ চুরির মামলায় বাকি ৬ জন আসামিকে আদালত জামিন দেন বলে জানা যায়,
এদিকে ইউপি চেয়ারম্যান এর আটকের বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াসিন এর সাথে জানতে চাইলে তিনি বলেন, ৪ ই আগস্ট আলগী বাজার ছাএদের উপর হামলার মামলায় অঞ্জাত হিসেবে শাহাদাত হোসেন সবুজ কে আসামি দেখানো হলে আদালত তাকে আটক দেখিয়ে আদালতে প্রেরন করেছেন বলে তিনি নিশ্চিত করেন। এছারাও আমরা গত কালকের সংবাদের সাথে চাঁদপুর বাস স্টান এলাকায় ছাএদের উপর হামলার সি আর (২৫) নং মামলায় এজহার নামীয় ২৯৯ নং আসামি হিসেবে শাহাদাত হোসেন সবুজ পেদা, পিতা মোঃ বাচ্চু মিয়া পেদা, থাকা সত্বেও বিগত দিন বহাল তবিয়তে ছিলো, অথচ প্রকাশ্য ঘুরে বেরালেও ওই মামলায় তাকে কোন আটক করা হয়নি, আর আমরা তাহা উন্নেচন করে প্রকাশ করা পরেও চাঁদপুর সদরের মামলায় এখনো আটক দেখানো হয়নি, ফলে সচেতন মহলে নানাহ প্রশ্নের ধানা বিধেছে, তাই এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুতিয়ে দেখে আইনের আওতায় আনার দাবি বৈষম্য বিরোধী ছাএ আন্দোলন কারিদের।