নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করতে চাই, কথাটি বলেছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। ৬ জানুয়ারী সোমবার সন্ধ্যায় পোড়াবাড়ী কেন্দুয়া ঈদগাহ মাঠে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে আরো বলেন, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণমানুষের নায়ক তারেক রহমানের নির্দেশক্রমে জেলার বিভিন্ন সমস্যায় কিংবা বিভিন্ন উন্নয়নমূলক কাজে, মানুষের বিপদে এগিয়ে যাবো, এটাই আমার অঙ্গিকার”।
পোড়াবাড়ী কেন্দুয়া ঈদগাহ মাঠ ও দারুল উলুম নূরানী মাদ্রাসা উন্নয়ন কল্পে আয়োজিত ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন ৬নং পোড়াবাড়ী ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান শাহাদত হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক ও সরকারী এম এম আলী কলেজের সাবেক ভিপি এডভোকেট মো. আজিম উদ্দিন বিপ্লব, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক একুশের বাণী পত্রিকার সম্পাদক আশরাফ সরকার, ৬নং পোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মীর দেলোয়ার হোসেন, ইউ,পি সদস্য ফজলুল হক ফজলু, কাদের জোয়াদ্দার, আমজাদ হোসেন ফটিক চাঁন, বাবলু মিয়া, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন মল্লিক, সহ-সভাপতি আমিনুর রহমান লিটন ও সদস্য শাহিনুর রহমান খান শাহিন। মো. কলিম উদ্দিনের মাহফিল পরিচালনায় সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ ক্বারী মাওলানা মো. আব্দুল মালেক ও খোর্দ্দযোগনী জামে মসজিদ খতিব হযরত মাওলানা মোঃ ফারুক হোসেন প্রায় ৩০০জন নারী- পুরুষের উপস্থিতিতে ওয়াজ ফরমান।