গণমাধ্যম

এডিটরস ফোরাম সাংবাদিক মিলনমেলায় সংবাদপত্রের মর্যাদা সংরক্ষণের আহবান।

মোঃ নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
জাতীয় দৈনিক পত্রিকার সংগঠন বাংলাদেশ এডিটরস ফোরাম এর বার্ষিক বনভোজন ও সাংবাদিক মিলনমেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী বক্তব্যে সংবাদপত্রের মর্যাদা সংরক্ষণের আহবান জানিয়েছেন কবি, শিকড়সন্ধানী ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী। শনিবার (৪ জানুয়ারি ২০২৫) দিনব্যাপী কাজীরগাঁও মুদ্রন নগরীতে বিইএফ চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং মহাসচিব ওমর ফারুক জালাল এর সন্চালনায় অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি আবদুস সালাম মামুন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক আন্দোলনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এডিটরস ফোরামের উপদেষ্টা সামছুল হোক দৌররানী।আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলোবার্তার সম্পাদক রফিক উল্লাহ সিকদার,সহ-সভাপতি দৈনিক তথ্যধারা সম্পাদক জাহাঙ্গীর আলম খান,ডেইলি স্টেট্ পত্রিকার সম্পাদক রফিকুল উল্লাহ সিকদার,দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক অশোক ধর.সাংগঠনিক সম্পাদ করফিকুল ইসলাম কাজল সম্পাদক অপরাধ অনুসন্ধান, মহিলা বিষয়ক সম্পাদিকা দৈনিক নবজীবন সম্পাদক নুরুন নাহার রিতা,অর্থ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান জনি সম্পাদক দৈনিক মুক্তির লড়াই, প্রচার্ সম্পাদক রুমজ্জাল হোসেন রুবেল সম্পাদক দৈনিক বাংলার নবকন্ঠ। সদস্যদের মধ্যে ছিলেন-আশরাফ সরকার
(সম্পাদক,দৈনিক একুশের বাণী), মোঃ রেজাউল করিম (সম্পাদক,দৈনিক মাতৃভূমির খবর),রফিকুল ইসলাম শান্ত(সম্পাদক,দৈনিক তরুণ কণ্ঠ)মোঃ মনিরুজ্জামান
(সম্পাদক,ব্যাংক বীমা অর্থনীতি),সৈয়দ নাজমুল ইসলাম(সম্পাদক,দৈনিক শহরওগ্রাম),মোঃ আল-আমিন(সম্পাদক,দৈনিক নবকণ্ঠ), মোঃ দেলোয়ার হোসেন(সম্পাদক,দৈনিক প্রবাসীর কথা), মোঃ ওবায়দুল হক সরকার (সম্পাদক,দৈনিক সরকার),ফজলুর রহমান জুলফিকার(সম্পাদক,দৈনিক দিনের আলো) সহ অন্যান্যরা।দিনভর আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরুষ ও নারীদের পিলো পাস, রাফল ড্র সহ বিভিন্ন আনন্দ-উল্লাসে মেতে ওঠেন সংবাদপত্র সম্পাদক ও সাংবাদিকগণ।শত ব্যস্ততার মাঝেও পরিবার-পরিজন নিয়ে সম্পাদক ও সাংবাদিকগণ ঢাকার কেরানীগঞ্জ মুদ্রন নগরীতে নিরিবিলি স্থানে আয়োজিত এ মিলনমেলায় অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button