চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়ায় মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান।

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
০৫/০১/২০২৫ খ্রিঃ তারিখ রোজ রবিবার চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব প্লাবন কুমার বিশ্বাস এবং পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের নেতৃত্বে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বিওসি সড়কের সাতগাজিয়া মাজারের পূর্বপাশে অবস্থিত এলাকায় অভিযোগের প্রেক্ষিতে ০১ টি স্পটে পাহাড় কর্তন বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযুক্ত ব্যক্তিদেরকে পাওয়া যায়। অভিযুক্ত ব্যক্তি মোঃ নুরুল করিম (৪৫), মোঃ হোসাইন (৩৬) ও মোঃ আবুল কালাম (৬২) সরকারী রেকর্ড অনুযায়ী পাহাড় শ্রেণীর আনুমানিক ১,০০০ ঘনফুট ভূমি কর্তন করায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী তৎক্ষণাৎ প্রত্যেককে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল।মোবাইল কোর্টে পটিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারী ও বনবিভাগ ও পটিয়া থানার পুলিশ সদস্যগণ সার্বিক সহযোগিতা করেন।মোবাইল কোর্ট শুরু হয় বিকাল ৩.৩০ টায় এবং শেষ হয় রাত ৭.০০ টায়। পাহাড় কর্তনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

Back to top button