চট্টগ্রাম

লোহাগাড়ায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্র সহ ৩ ডাকাত আটক

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
১২/০৯/২৪ তারিখের ১০.৫৫ ঘটিকার সময় এসআই কামাল হোসেন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, লোহাগাড়া থানাধীন পদুয়া ইউপিস্থ ০৭নং ওয়ার্ডের জঙ্গল পদুয়া গ্রামের দু-খালের মুখে রাসেল সওদাগরের দোকানের সামনে গত রাত ০৩ ঘটিকার হইতে ৮/১০ জন লোক অস্ত্র-সস্ত্র সজ্জিত হয়ে জঙ্গল পদুয়া সহ আশপাশ এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহন পূর্বক অবস্থান করছে। বিষয়টি তাৎক্ষনিক আমাকে অবহিত করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের আদেশ প্রাপ্ত হয়ে সঙ্গীয় অফিসার ফোর্সসহ উল্লেখিত ঘটনাস্থলে সকাল ১১.৩৫ ঘটিকার সময় পৌছালে তাদের উপস্থিতি টের পায়ে কতিপয় ডাকাত দলের সদস্যগন অস্ত্র-সস্ত্র নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে পুলিশ সদস্য ও স্থানীয় লোকজনের সহযোগতিায় ০৩ জন ডাকাত দলের সদস্যকে অস্ত্র সহ ধৃত করা হয়। ডাকাত দলের ৬/৭ জন অজ্ঞাতনামা সদস্য সুকৌশলে অস্ত্রসহ পালিয়ে যায়। পরবর্তীতে জিজ্ঞাবাদে ডাকাত দলের ০৩ সদস্যের নাম ও ঠিকানা (০১) মাহামুদুল করিম প্রকাশ মুকিত (২০), পিতা- মাহাবুব আলম, মাতা- বিপাশা, গ্রাম- পূর্ব দরগা পাড়া, ওয়ার্ড নং-০৭, ইউনিয়ন, থানা-ঈদগাও, জেলা-কক্সবাজার, (০২) ইয়াছিন আরাফাত(২০),
পিতা- মোঃ আলাউদ্দিন, মাতা- কামরুনাহার, গ্রাম-গুপ্তছড়া বাজার, ০২ নং ওয়ার্ড, মগধরা ইউনিয়ন, থানা- সদ্বীপ, জেলা- চট্টগ্রাম, (০৩) খায়রুল ইসলাম (২২), পিতা- মৃত নাছির উদ্দিন, মাতা- রুবু আক্তার, গ্রাম- খরনা, ০৭নং ওয়ার্ড, খরনা ইউনিয়ন, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম বলে জানায়। ধৃত আসামীদের দখলে ০১টি অচল ভাঙ্গা এয়ারগান, ০১টি কাঠের বাটযুক্ত রামদা, ০১টি কাঠের বাটযুক্ত ছোরা উদ্ধার পূর্বক অদ্য ১২.০৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামীর সংখ্যা:- ০৩ জন। উদ্ধার:- ০১টি অচল ভাঙ্গা এয়ারগান, ০১টি কাঠের বাটযুক্ত রামদা, ০১টি কাঠের বাটযুক্ত ছোরা।গৃহীত ব্যবস্থা (মামলা/জিডি): লোহাগাড়া থানার মামলা নং-১০, তারিখ-১২/০৯/২০২৪খ্রি:, ধারা- ৩৯৯/৪০২ দঃবি।

এই বিভাগের আরও খবর

Back to top button