সাতক্ষীরা

সাতক্ষীরায় বিদেশী পিস্তল ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরায় ৩ টি বিদেশী পিস্তল ৬টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ ১ যুবককে গ্রেফতার করেছে সাতক্ষীরা ডিবি পুলিশ। গ্রেফতার হওয়া যুবক দেবহাটা উপজেলার কালাবাড়িয়া গ্রামের মৃত জাফর গাজীর পুত্র মো: আসাদুল গাজী(৩২)। শনিবার(৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানান, শুক্রবার রাতে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের দেবহাটা উপজেলার কুলপুকুর মোড়ে অভিযান পরিচালনা করে। সেখানে থাকা দুই যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পলানোর চেষ্টা করলে পুলিশ আসাদুল গাজীকে আটক করতে সক্ষম হলেও অন্য যুবক পালিয়ে যায়। আটকের পর আসাদুল গাজীকে তল্লাশী করে ৩টি বিদেশী পিস্তল ৬টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং পলাতক যুবককে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক এস আই আহম্মাদ কবির বাদী হয়ে দেবহাটা থানায় ১৯৭৮ সালের অস্ত্র আইনের একটি মামলা দায়ের করেছে বলে জানান পুলিশ সুপার মনিরুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

Back to top button