চাঁদপুর

বালিয়ায় ত্রিপুরা জাতির সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদর উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী হতদরিদ্র সিদ্ধার্থ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ৯ নং বালিয়া ইউনিয়নের ত্রিপুরা জাতি মিলনায়তন কার্যালয়ে শ্বেত বস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,
ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্ণরাজ ত্রিপুরার সভাপতিতে কম্পিউটার প্রশিক্ষক তানভীর হোসেনের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক খোকন ত্রিপুরা, সহ সাংগঠনিক সম্পাদক রাখাল ত্রিপুরা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বাবুল ত্রিপুরা, রোজার সম্পাদক রাজকুমার সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় লক্ষ্মীপুর বালিয়া, বাগাদি ও চান্দ্রা ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠী এত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button