চাঁদপুর

হাইমচরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির ক্যারিয়ার গাইডলাইন ও ইফতার অনুষ্ঠানেের ২য় পর্ব

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচের উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নে, ক্যারিয়ার গাইডলাইন ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে-স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিষদ সদস্য জিল্লুর রহমান জুয়েলের সভাপতিত্বে,ও স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক, নাজমুল আল হোসেনের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: মানোয়ার হোসেন মোল্লা, প্রাক্তন অধ্যক্ষ, হাইমচর সরকারি কলেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোখলেছুর রহমান মুকুল, প্রাক্তন সহকারী অধ্যাপক, হাইমচর সরকারি কলেজ। শহীদ উল্লাহ,সহকারী অধ্যাপক, হাইমচর সরকারি কলেজ।

মোঃ সাখাওয়াৎ হোসেন, প্রধান শিক্ষক, গন্ডামারা উচ্চ বিদ্যালয়।শেখ মোহাম্মদ নাসির,সাবেক সহ-সভাপতি, স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর। মো: ইসমাইল হোসেন,সাবেক সভাপতি, স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর। এসময় উচ্চশিক্ষা অর্জন ও ক্যারিয়ার গঠন নিয়ে আলোচনা রাখেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত হাইমচরের মেধাবী শিক্ষার্থীরা। ৯ম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button