সাতক্ষীরা

সাতক্ষীরার দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের সাথে দেবহাটা সাহিত্য পরিষদের সৌজন্যে সাক্ষাৎ।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সাথে দেবহাটা উপজেলা সাহিত্য সংস্কৃতি পরিষদের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন। ০১ জানুয়ারি বুধবার সকাল ১০ টায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্যে সাক্ষাৎ করেন এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল বাশার, সাধারণ সম্পাদক ডা,আমিরুল ইসলাম প্রমুখ। শুভেচ্ছা বিনিময় কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, দেবহাটা উপজেলায় সাহিত্য পরিষদের সাহিত্য চর্চার জন্য দেবহাটা সাহিত্য সংস্কৃতি পরিষদকে ধন্যবাদ জানাই। এ ধরনের কর্মকাণ্ড সামনে আরো বেগবান করার জন্য নেতৃবৃন্দকে আরো আধুনিক সাহিত্য চর্চা আবৃতি করতে পরামর্শ প্রদান করেন। তিনি আরো বলেন, সাহিত্য চর্চার জন্য সকল প্রকার সহযোগিতা আমার পক্ষ থেকে অব্যাহত থাকতে বলে আশ্বস্ত প্রদান করেছেন।

এই বিভাগের আরও খবর

Back to top button