শিক্ষা

হাইমচরে আন-নূর আইডিয়াল মাদ্রাসা শুভ উদ্বোধন করা হয়েছে।

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের পূর্ব চরভাঙ্গা, বাইতুশ শরফ জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মরহুম আব্দুল আজিজ চৌকিদার বাড়ির সংলগ্ন, আন-নূর আইডিয়াল মাদ্রাসা শুভ উদ্বোধন করা হয়। আন-নূর আইডিয়াল মাদ্রাসা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, ৫০ জন শিক্ষার্থী কে নিয়ে প্রথমবারের মতো শুরু হলো আন-নূর আইডিয়াল মাদ্রাসা। প্রাথমিকভাবে প্রথম শ্রেণী থেকে পঞ্চমী পর্যন্ত কার্যক্রম চালু হয়েছে।
আন-নূর আইডিয়াল মাদ্রাসার প্রধান শিক্ষক, মুহাম্মদ মাছুম বিল্লাহ, এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আল-আমিন সালেহীর সঞ্চালনায়,প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওলাদে রাসূল (সঃ) হযরত মাওলানা,
ছাইয়্যেদ মাহবুব ইজ্জুদ্দীন জাবেরী আল-মাদানি, সহকারী অধ্যাপক, হায়দারগঞ্জ তাহেরিয়া আর এম কামিল মাদ্রাসা, রায়পুর, লক্ষীপুর। তিনি বলেন, কোরআনের আলো মানব সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য মাদ্রাসা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দ্বীনের পথে এগিয়ে যেতে মাদ্রাসা শিক্ষা সকলের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সকলকে মাদ্রাসা মুখী হওয়ার আহ্বান করেন। তিনি অভিভাবক দের উদ্দেশ্যে আরও বলেন, দেশ ও জাতি কে সমৃদ্ধ করতে আজকের শিশু ভবিষ্যতের দেশ পরিচালনা করবে। তাই তাদেরকে কুরআন শিক্ষা দিলে, কুরআনের আদর্শে একদিন দেশ পরিচালিত হবে,সন্তানের প্রতি যত্নবান হলে সেই সন্তানের ভবিষ্যতে আপনার খেয়াল রাখবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ আবুল হোসেন সাহেব,আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী, হাইমচর উপজেলা শাখা। মাওলানা মোঃ মোশাররফ হোসাইন,সহকারী অধ্যাপক, গন্ডামারা এবিএস ফাজিল ডিগ্রী মাদ্রাসা, এসময় উপস্থিত ছিলেন মাওলানা কাজী মোঃ আলী আকবর সাবেক সুপার, চরভাঙ্গা ডিএসএস দাখিল মাদ্রাসা, মাওলানা মোঃ মনির হোসেন খতিব, বায়তুশ শরফ জামে মসজিদ। আব্দুল্লাহ আল মামুন প্রধান শিক্ষক, নেকসা মডেল স্কুল, মাওলানা মোঃ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, ২৯ নং চরশোলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাওলানা আবু জাফর সাদিক,সহকারি সেক্রেটার, জামায়াতে ইসলামী, মাওলানা মোঃ হাফিজুর রহমান, সুপার, আল আমিন মহিলা মাদ্রাসা, মাওলানা জাফর সাদিক ফয়সাল, প্রিন্সপাল অফিসার, বাংলাদেশ ইসলামী ব্যাংক, মতলব দক্ষিণশাখা, জুয়েল হোসেন মুন্সী,সহকারী শিক্ষক, আন-নূর আইডিয়াল মাদরাসা, মাদ্রাসার ছাত্র ছাত্রী ও অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আন-নূর আইডিয়াল মাদ্রাসা শুভ উদ্বোধন শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button