চট্টগ্রাম

লোহাগাড়ায় এক বছরের কারাদণ্ডে দণ্ডিত ১ বালু খেকো।

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্হান এবং চুনতী ইউনিয়নের ফারাঙ্গায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা পরিষদের সহকারী কমিশনার ভূমির অভিযান। এই বিষয়ে বিস্তারিত জানতে গিয়ে জানাযায় পুটিবিলার গৌড়স্থান নিবাসী শফিউল আলম (৩৪)কে ১ (এক) বছরের কারাদণ্ড প্রদান ও সকল বালু জব্দ করেছে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি। র্দীঘ কয়েকবছর যাবত স্বৈরচারী হাসিনার ধুসররা অবৈধ বালু উত্তলন ও মাটি কাঁটার সাথে জড়িত ছিল। অবৈধ স্বৈরচারী হাসিনা সরকারের পতনের পরও এই বালু ও মাটি খেকোদের বালু ও মাটি কাউয়া বন্ধ হয়নি। এই বিষয়ে পুটিবিলার স্থানীয় জনসাধারণের বক্তব্যে তারা বলেন বতলের পানির মত পানি পরিবর্তন হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের নেত্রীতে যারা মাটি ও বালু উত্তলন করত তারা পরিবর্তন হলেও মাটি কাঁটা বালু উত্তলন বন্ধ হয়নি লোহাগাড়া পুটিবিলায় এমনো আছে একবাই আওয়ামী লীগ করে অন্য ভাই অন্যদলের রাজনীতির সাথে জড়িত। হাসিনা সরকার পালানোর সাথে সাথে রাজনৈতিক রতবদল করে অন্যদলের সাইনবোর্ড লাগিয়ে অবৈধভাবে বালু উত্তলন এবং মাটি কাঁটা চলছে। একটি মুহত্বের জন্য বন্ধ হয়নি অবৈধ বালু উত্তলন ও মাটি কাঁটা। তাই যতই অভিযান পরিচালনা করুক না কেন অবৈধ বালু উত্তলন মাটি কাঁটা বন্ধ হচ্ছে না। এমনো আছে রাজনৈতিক দল গুলো কমতায় না আসলে ও তাদের কথায় চলছে প্রশাসন বর্তমানে অন্তর্ভতী সরকার দেশ পরিচালনা করলেও ক্ষমতা ঐ রাজনৈতিক দলের হাতে তাই একদল নির্বাচন চাইলে ও অন্যদল বলছে এখন নির্বাচনের প্রয়োজন নাই তাই কেন এই দল নির্বাচন চাইনা তার পিছনের কারণ কি তা তদন্ত করে দেখা দরকার বলে মন্তব্য করেন লোহাগাড়ার সচেতন মহল।

এই বিভাগের আরও খবর

Back to top button