হাইমচরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির কোয়ালিটি এডুকেশন এন্ড ক্যারিয়ার গাইড্যান্স অনুষ্ঠিত হয়েছে।
ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের ছাত্র ও সমাজকল্যাণ মূলক সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়/মাদরাসা পর্যায়ে কোয়ালিটি এডুকেশন এন্ড ক্যারিয়ার গাইড্যান্স সেমিনার-২০২৪, সম্পন্ন হয়েছে।
প্রথম পর্বে উপজেলার উত্তর আলগী ইউনিয়নের কেভিএন, উচ্চ বিদ্যালয়ে গতকাল ২১ নভেম্বর, ২০২৪ এই সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সংগঠনের সভাপতি নাজমুল আল-হোসেন এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: ইব্রাহিম খলিল শামীম। সাবেক সহ-সভাপতি মওদুদ হাসান, নাসির হোসাইন, সাবেক সভাপতি বুলবুল ইসমাইল, কেভিএন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুল হাসান রাসেল ও হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আলী।
সেমিনারে উপস্থিত বক্তারা আলোচ্য বিষয়ের উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও নির্দিষ্ট বিষয়ের উপর দিকনির্দেশনা ও ক্যারিয়ার গঠন পরিকল্পনা মূলক বক্তব্য প্রদান করেন, স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর’ এর সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ, মো: ইমরান হোসাইন ইমরু, অর্থ সম্পাদক কাজী মোহাম্মদ রিয়াদ, সহ-প্রচার সম্পাদক রাফিউল হাসান প্রমুখ। উক্ত সেমিনারটিতে শিক্ষার্থীদের অধ্যয়ন বিষয়ক সঠিক রোডম্যাপ ও উচ্চ শিক্ষা পরিকল্পনার ধারণা দেওয়া হয়েছে।