মোঃ মিঠু মিয়া গাইবান্ধা প্রতিনিধিঃ
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এ সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ সহ ভালো ফলাফল করেছে শিক্ষার্থীরা।
এর মধ্যে পলাশবাড়ী উপজেলার ঘোড়াঘাট রোডস্থ শিশু কানন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল থেকে এসএসসি ২০২৩ পরীক্ষায় ১০৭ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে সকলেই কৃতকার্য হয়েছেন।এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন এবং এ-গ্রেট পেয়েছে ৬০ জন। শুক্রবার প্রতিষ্ঠান প্রাঙ্গনে এক আনন্দ মুখর পরিবেশে শিশু কানন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুহুল আমিন ফলাফল সীট হাতে পেয়েএই তথ্য জানান।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে আরো ভালো ফলাফল অর্জিত হবে ইনশাআল্লাহ । এছাড়াও তিনি শিক্ষার মান উন্নয়ন ও ভালো ফলাফলের ভিত্তিতে গাইবান্ধা জেলার সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন এবং অর্জিত ফলাফলের জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গভর্নিং বডির সদস্য সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।