বগুড়া

মাদকের ছোবল থেকে রক্ষা পেতে খেলাধূলার বিকল্প নেই বললেন সাবেক এমপি মোশারফ হোসেন।

নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন বলেছেন, মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলায় বেশি বেশি করে মনোযোগ দিতে হবে।সোমবার (২০ই জানুয়ারি) বিকেলে বগুড়ার কাহালুর বিবিরপুকুর বাজার যুব সমাজের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকের রহমান নক-আউট ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারহট্র ইউ পির ৬ নম্বর ওয়ার্ড সদস্য গোলাম রব্বানী মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বীরকেদার ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বর্ণ ও রৌপ্য পদকপ্রাপ্ত বিশিষ্ট মৎস্য চাষী আলহাজ্ব মো. শফিকুল ইসলাম, নারহট্র ইউ পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম রব্বানী আকন্দ,নারহট্র ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রীস আলী, সাধারণ সম্পাদক এ কে এম রায়হান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু জর আল গেফারী, উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ আহম্মেদ মধু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমীর মোস্তফা রেজওয়ান স্বাধীন সহ খেলা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শকবৃন্দ। উদ্বোধনী খেলায় বগুড়া সাজ্জাদ ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়েছেন সিরাজগঞ্জ রিয়াজুল ফুটবল একাদশ। খেলা পরিচালনা করেন শামীম মাহফুজ। তাকে সহযোগীতা করেন রোস্তম আলী ও আব্দুর সবুজ। ধারা ভাষ্যকার ছিলেন আল আমিন।

এই বিভাগের আরও খবর

Back to top button