বান্দরবান

বান্দরবানের লামার ফাইতং ইটভাটায় অভিযান ও জরিমানা।

মোঃ নাজমুল হুদা লামাঃ
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ৩০ টির অধিক ব্রিকফিল্ডে মাটির জন্য পাহাড় নিধনও জ্বালানি কাঠের জন্য নির্বিচারে বন ধ্বংস করা হচ্ছে। সেক্ষেত্রে সোমবার (২০ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করা হয়। সেখানে SBW, 5BM, MBI ও DBM নামের ৪ টি অবৈধ উপজেলার ফাইতং ইউনিয়ন এলাকায় SBW, 5BM, MBI ও DBM নামক ইটভাটায় অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে লামা উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় ও লামা বন বিভাগের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব এবং প্রসিকিউশন প্রদান করেন মোঃ রেজাউল করিম, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা। উক্ত মোবাইল কোর্টে MBI ব্রিক ফিল্ডকে ২,০০,০০০ লক্ষ, SBW, 5BM ও DBM ব্রিক ফিল্ডকে পৃথকভাবে ৩,০০,০০০ লক্ষ করে ৪টি পৃথক মামলায় মোট ১১ লক্ষ টাকা জরিমানা ধার্যপূূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে ১৮০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়। পানি দিয়ে ইটভাটাসমূহের চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন লামা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এস এম হাবিবুল্লাহ, লামা পুলিশ প্রশাসন ও লামা ফায়ার সার্ভিসের সদস্যগণ। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান।

এই বিভাগের আরও খবর

Back to top button