সাতক্ষীরা

সাতক্ষীরায় হারানো মোবাইল ও নগদ বিকাশের টাকা উদ্ধার মালিকের নিকট হস্তান্তর।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, সাতক্ষীরা জেলা কর্তৃক সেপ্টেম্বর অক্টোবর ২০২৪ মাসের উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা উদ্ধার পূর্বক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস টিম সেপ্টেম্বর অক্টোবর ২০২৪ মাসে ইতিপূর্বে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে হতে বিভিন্ন ব্র্যান্ডের ৮৯ টি মোবাইল ফোন প্রযুক্তির সাহায্যে দেশের বিভিন্ন স্থান হতে উদ্ধার করেন এছাড়া বিকাশ ও নগদের ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া সর্বমোট =৮১,০৭৫/- (একাশি হাজার পঁচাত্তর টাকা) উদ্ধার করেন উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশ/ নগদের টাকা সোমবার ২৫ নভেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন মোবাইল ফেরত পেয়ে ভুক্তভোগী জনসাধারণগণ সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুলিশ সুপার এসময় সকলের উদ্দেশ্যে মোবাইল হারিয়ে গেলে জিডি কিংবা চুরি হয়ে গেলে মামলা করার জন্য পরামর্শ প্রদান করেন এবং ভবিষ্যতে মোবাইল চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে মর্মে অভিমত ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান বিপিএম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

Back to top button