শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার মহৎপুর গ্রামের কৃতি সন্তান, বানিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও আমদানি রপ্তানি বিভাগের প্রধান নিয়ন্ত্রক শেখ রফিকুল ইসলাম কে পূর্ণাঙ্গ সচিব হিসেবে দেখতে চায় সাতক্ষীরাবাসী। শেখ রফিকুল ইসলাম বিসিএস ১১ ব্যাচের ১০ম স্থান অর্জন করা একজন ক্যাডার। এর পুর্বে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসনের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। রফিকুল ইসলাম ব্যক্তিজীবনে অত্যন্ত সৎ, দক্ষ, নির্লোভ ও ধর্মপরায়ণ একজন ব্যক্তি। তার এলাকা এবং এলাকার বাহিরে কোন বাড়ি বা সম্পদ নেই। ২০২৩ সালে এই ব্যাচের ২০ জনকে পূর্ণাঙ্গ সচিব করা হলেও সাতক্ষীরা জেলায় জন্মভূমি হওয়ায় তাকে পদন্নোতি বঞ্চিত করা হয়। তিনি নামাজি ব্যক্তি হওয়ায় তাকে জামায়াত-বিএনপি’র দোষর হিসেবে বিবেচনা করে আওয়ামী ফ্যাসিস্ট সরকার। শেখ রফিকুল ইসলাম সাতক্ষীরার উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তার ঐকান্তিক চেষ্টায় কালিগঞ্জের বসন্তপুর নৌ-বন্দর প্রতিষ্ঠা লাভ করেছে। তিনি সাতক্ষীরা টু মুন্সিগঞ্জ ৪-লেন রাস্তা অনুমোদন করান। তাছাড়া তিনি সমগ্র সাতক্ষীরায় বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান এনে দিয়েছেন। তাই সাতক্ষীরাবাসী এই সৎ লোকটিকে পূর্ণাঙ্গ সচিব হিসেবে দেখতে চায়। এজন্য তারা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবীদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্ব গঠিত অন্তবর্তীকালীন সরকারের প্রতি দাবী জানিয়েছেন।