সাতক্ষীরা জেলা কালিগঞ্জের নতুনপুর ইউনিয়নে তেলিখালী কমিউনিটি ক্লিনিকেরাত্রে বারোটার সময় সন্তান প্রসব
মোঃ আশরাফুল নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
সাতক্ষীরা জেলা কালিগঞ্জ থানা রতনপুর ইউনিয়নে তেলিখালী কমিউনিটি ক্লিনিকে ডাক্তার সুদীপ্ত কুমার ঘোষ এবং রায়দা খাতুনের অজস্র পরিশ্রমে রাত্র ১২ঃ০০ ঘটিকার পরে সন্তান ডেলিভারি করানো হয় নিজের দায়িত্বে থেকে কর্মত অবস্থায় খুব ভালোভাবে দায়িত্ব পালন করে এর সাথে এলাকার অজস্র গ্রামবাসী সহযোগিতা করে এদের অক্লান্ত পরিশ্রমে বাগমারি তেলি খালি কমিউনিটি ক্লিনিক আল্লাহর রহমতে খুব ভালো পজিশনে আছে আরো এলাকার মেম্বার চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য লোকজন কমিউনিটি ক্লিনিক কে নিজেদের জীবনের চাইতেও বেশি ভালোবাসে এদের সবার অক্লান্ত পরিশ্রমে তাইলে খালি কমিউনিটি ক্লিনিকে সর্বদাই ডেলিভারি করানো হয় এজন্য উপর মহালের ইওন স্যার ডিসি স্যার সহ সকল মহালের ঊর্ধ্বতন ও কর্মকর্তাদের আকুল আবেদন এই এলাকার রাস্তা ও কমিউনিটি ক্লিনিকে কে আর উন্নত করার কিছু ব্যবস্থা দেওয়ার জন্য বিশেষ করে মাজেদ মাস্টারের বাড়ি থাকে বাগমারি ব্রিজ মোড় পর্যন্ত।
এই রাস্তাটির জনসাধারণের সবার দাবি যত দ্রুত সম্ভব রাস্তাটা সংস্করণ করার জন্য এলাকার নতুন মেম্বার পুরাতন মেম্বার চেয়ারম্যান সহ সিরাজুল ভাই হক ভাইআমিনুর ভাই আক্তার হোসেন আব্দুল সামাদ শহিদুল ইসলাম শফিকুল ইসলাম সহ সকল গণ্যমান্য লোকদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের প্রচেষ্টা যেনো কোনদিন কমতি না হয় ০তাদের মেহনত থাকিলে কমিউনিটি ক্লিনিক আরো উন্নতি লাভ করিবে ০
এটা গণমানুষের দাবি, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব।