কামরুল ইসলামঃ
লোহাগাড়া থানা কে সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং মুক্ত মডেল থানা হিসেবে গড়ে তুলতে ধারাবাহিক নিয়মে অভিযান চালিয়ে যাচ্ছেন রাশেদুল ইসলাম ওসি লোহাগাড়া। এক প্রকার তিনি লোহাগড়াকে সন্ত্রাস মাদক কিশোর গ্যাং মুক্ত করেছেন।
তার নেতৃত্বে গত ১৫সেপ্টেম্বর দিবাগত রাতে লোহাগাড়া থানার ভিবিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন ভুক্ত আসামিসহ নিয়মিত ৬ জন আসামিকে গ্রেফতার করে চট্টগ্রাম জজ আদালতে প্রেরণ করেছেন। যথার্থভাবে তারা হচ্ছে আরিফ, পিতা- মৃত আবু সৈয়দ সাং আমিরাবাদ রাজঘাটা, বলির পাড়া ৪নং ওয়ার্ড, থানা লোহাগাড়া, চট্টগ্রাম। ২/আবু বক্কর, পিতা -মৃত আব্দুল হাসেম, আব্দুল হাকিমের বাড়ি, শাহাবুদ্দিন মিয়াজী পাড়া ভবানীপুর বড়হাতিয়া থানা লোহাগাড়া। ৩/আনিসুর রহমান (৩৪) পিতা কামাল উদ্দিন সাং – চৌমুহনী ইসমাইল চৌধুরী বাড়ি চাতুরী, থানা – আনোয়ারা, জেলা -চট্টগ্রাম। ৪/জনুয়ারা বেগম(২৯) স্বামী -শামসুল আলম,সাং – দরগা পাড়া বাদিতলা ৭নং ওয়ার্ড থানা ঈদগাহ, উপজেলা কতুব বাজার, জেলা – কক্সবাজার। ৫/জোহরা বেগম (৩৪)স্বামী -আনিসুর রহমান, সাং -চোমূহনী ইসমাইল চৌধুরী বাড়ি চাতুরী থানা আনোয়ারা, জেলা চট্টগ্রাম। ৬/ আলী হোসেন (৩৫) পিতা -মৃত্যু কবির আহমদ, সাং পুখুরিয়া।