আইন-আদালত

ফরিদপুরে ধর্ষণের পর নারীকে হত্যা দুয়জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জঃ
ফরিদপুরে এক নারীকে (২৬) ধর্ষণের পর হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত দুই ব্যক্তিকে মৃত্যুদন্ড আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে আসামীদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে, সোমবার ২৫ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে ফরিদপুরের নারীও শিশু নিযাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ হাফিজুর রহমান এরায় দেন।

রায়ের সময় মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে ফরিদপুর সদরের মামুদপুর এলাকার আরজু মল্লিক (৩১) আদালতে উপস্থিত ছিলেন এবং অপর জন একই এলাকার সবুজ মিয়া (৩৬) পলাতক থাকায় তার অবতমানে এরায় দেওয়া হয়।২০১৭সালের ২১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে ফরিদপুরের সদর উপজেলার গেংদা ইউনিয়নের মামুদপুর গ্রামের সিরাজ মিয়ার কলার বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহটি উদ্ধার করে।

পুলিশ মৃত নারীর পরনে লাল রঙ্গের সালোয়ার ও কালো রঙের বোরখা পরা ছিল,তরনীর গলায় কালো দাগ ছিল। এলাকাবাসী মরদেহটি পরে থাকতে দেখে থানায় খবর দেয়, থানা পুলিশ তরনীর মরদেহ উদ্ধার করে। ওই নারীর পরিচয় প্রথমে জানা যায়নি এব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক এসআই আব্দুল গফফার, বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে ওই দিনেই ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। পরে এমামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক তদন্ত এনায়েত হোসেন, তদন্ত করে জানতে পারেন নারীর বাড়ি চট্টগ্রামের পাচশাইল গ্রামে পরে তিনি ফরিদপুরের মামুদপুর গ্রামের আরজু ও সবুজকে আসামি করে ২০১৮ সালের ১৯ নভেম্বর আদালতে অভিযোগ পত্র জমা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের নারী ও শিশু নিযাতন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) স্বপন পাল জানান।এমামলাটির তদন্ত কাজ পরিচালনার সময় দুই আসামিকেই গ্রেফতার করে পুলিশ। তবে সবুজ মিয়ার জামিনে গিয়ে পলাতক হয়,স্বপন পাল আরও বলেন আমরা ন্যায় বিচার পেয়েছি এরায়ে দেশে অপরাধ প্রবণতা কমে আসবে এবং মানুষ আইনের ব্যাপারে শ্রদ্ধাশীল হবেন।

এই বিভাগের আরও খবর

Back to top button