আইন-আদালত

গাইবান্ধার পলাশবাড়ীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন।

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধায় শ্যালো মেশিন বিক্রির ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছে আপন বড় ভাই। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মুন্সীপাড়া এলাকায়।

জানা যায়,নিহত মমিনুল ইসলাম রাখু (৪২) মনোহরপুর গ্রামের মুন্সীপাড়া এলাকার মৃত মকবুল হোসেন প্রধানের বড় ছেলে । এ ঘটনায় এলাকাবসী ছোট ভাই ফরহাদ রহমান আকুল (২৮) কে আটক করে হরিণাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের নিকট সোপর্দ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যালো মেশিন বিক্রির জের ধরে এই দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে ছোট ভাই আকুল বড় ভাই রাখুর উপর চড়াও হয়ে বুকের ওপর উঠে ধারালো কাঁচি পেটে ঢুকিয়ে দেয় এতে রাখু গুরুত্বর জখম হলে রক্তাক্ত অবস্থায় তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হলে পথের মধ্যেই রাখু মারা জান।

নিহত রাখুর পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর দাবি হত্যাকারী আকুলকে দ্রুত শাস্তির আওতায় আনা হোক।।

এ বিষয়ে হরিণাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরে আলম ছিদ্দিকের সাথে কথা বললে তিনি বলেন,হত্যাকারীকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয় নি।

এই বিভাগের আরও খবর

Back to top button