সাতক্ষীরা আশাশুনিতে সম্পত্তির লোভে দৃষ্টি প্রতিবন্ধী মা ও ছোট ভাইকে পিটিয়ে গুরুতর জখম করেছে বড়ো ভাই
সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা আশাশুনিতে সম্পত্তির লোভে দৃষ্টি প্রতিবন্ধী মা ও ছোট ভাইকে পিটিয়ে গুরুতর জখম করে বড় দুই ভাই। বাবা প্রায় ৩০ বছর পূর্বে মারা যান। ন্যায় বিচারের দাবিতে থানায় এজাহার দায়ের করি। মাকে জখম করলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা গুরুতর বলে সাতক্ষীরা মেডিকেলে ভর্তির জন্য প্রেরণ করে। সেখানেও একই কাজ রক্তক্ষরণ বন্ধ না হলে পাঠানো হয় খুলনা মেডিকেল সেখানেও ঠাই হলো না। অতিরিক্ত রক্তক্ষরণে মাকে পাঠিয়েছে ঢাকা মেডিকেলে কিন্তু কাছে আর টাকা নেই।
কাছে ১০/১২ হাজার টাকা ছিল সে টাকা ছিল অন্য মানুষের কাছ থেকে ধার করা। টাকা শেষ করে এখন বর্তমানে নিজ বাড়ীতে কুদ্দুস মোল্যা সহ মা নেছা বিবি (৮০)। মার চিকিৎসার জন্য টাকা লাগবে আমি এখন এত টাকা কোথায় পাবো? আমি নিজেই অসুস্থ!মায়ের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। গুরুতর অসুস্থ মাকে বা কিভাবে বাঁচবো? হাসপাতালে ভর্তি নিচ্ছে না যাওয়ার টাকাও নেই! অপর দিকে আসামিরা প্রকাশ্যে হাসতে হাসতে ঘুরে বেড়াচ্ছে কাউকে কাছে পাচ্ছি না…আমি যে অসহায়.কেউ কি আছেন পাশে থাকার? আর পারছি না,হে খোদা আমাকে তুলে নাও।