অর্থনীতি

৮ জানুয়ারি পর্যন্ত স্থিতাবস্থাএস আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান

কামরুল ইসলামঃ
অনুমতি ছাড়া বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তর নিয়ে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তার স্ত্রী ফারজানা পারভীনের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান বিষয়ে সব পক্ষকে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার কোর্ট। পাশাপাশি আদেশে ৮ জানুয়ারি আপিল বিভাগে শুনানির জন্য ধার্য রাখা হয়েছে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এস আলম দম্পতির আনা আবেদনের (লিভ টু আপিল) শুনানি নিয়ে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি এম, ইনায়েতুর রহিম গতকাল বুধবার এ আদেশ দেন।

আদালত বলেছেন, সব পক্ষকে বিষয়বস্তু নিয়ে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখতে বলা হলো। ৮ জানুয়ারি আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারণ করা হলো। সেদিন কার্যতালিকার ১০ নম্বর ক্রমিকের পরে বিষয়টি থাকবে। খবর বাসসের।

এস আলমস আলাদিনস ল্যাম্প শিরোনামে ৪ আগস্ট একটি ইংরেজী জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি নজরে আনার পর শুনানি নিয়ে ৬ আগস্ট হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন। অনুমতি ছাড়া বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তর নিয়ে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) প্রতি এ নির্দেশ দেয়া হয়।

হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে এস আলম ও তার স্ত্রী ২১ আগস্ট আপিল বিভাগে আবেদন করেন,যা গতকাল বুধবার চেম্বার কোর্টে শুনানির জন্য ওঠে।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি, অ্যাডভোকেট আহসানুল করিম ও মোহাম্মদ সাঈদ আহমেদ। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান।

অ্যাডভোকেট আহসানুল করিম সাংবাদিকদের বলেন, এস আলম গ্রুপ নিয়ে ওই প্রতিবেদনের অভিযোগ অনুসন্ধান সম্পর্কিত বিষয়ে সব পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে বলেছেন চেম্বার কোর্ট। ফলে এস আলম গ্রুপ সম্পর্কিত বিষয়ে বিভিন্ন সংস্থাকে অনুসন্ধান করতে যে আদেশ দেয়া হয়েছিল, তা স্থগিত থাকছে।

এই বিভাগের আরও খবর

Back to top button