ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সকল ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান’ এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের জেলা পুলিশের আয়োজনে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলায় সকল ধর্মাবলম্বীদের উপস্থিতিতে ব্যনার, ফেস্টন সম্বলিত একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বালিয়াডাঙ্গী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- কেন্দ্রীয় মজলিশের সূরা সদস্য ও ঠাকুরগাঁও -২ আসনের মুজলুম জননেতা মাওলানা আব্দুল হাকিম। স্বাগত বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আলম, সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ইউসুফ আলী, ডাক্তার তোফাজ্জল হোসেন তোফায়েল, সাধারণ সম্পাদক ডক্টর টিএম মাহাবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আবেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, চাড়োল ইউনিয়ন বিএনপির সভাপতি মিঞা মো: হাবিবুল্লাহ বাবু, জামায়াত নেতা ও আমজানখোর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসাইন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল রানা,বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাত চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বিদ্যনাথ দেবনাথ, ভোটপারা মিশনের যাযক মাহাষর্থ সারষ মার্ডি প্রমূখ। এছাড়াও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, এদেশে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ এবং অসাম্প্রদায়িক ভাবে বসবাস করছে। কোন ধরনের উসকানিতে এ বন্ধন কোনো দিনও ভাঙ্গবে না বলে জানান তারা।

এই বিভাগের আরও খবর

Back to top button