শিক্ষা

হাইমচর মডেল স্কুলের ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

মোঃ হাফিজুর রহমান নিজস্ব প্রতিনিধিঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার হাইমচর নতুন বাজার সংলগ্ন, হাইমচর মডেল স্কুল কমিটির আয়োজনে ২৯/১২/২০২৪ইং রবিবার সকাল ১০টায়, ২০২৪ শিক্ষা বর্ষের ছাত্র-ছাত্রীদের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,হাইমচর মডেল স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, মোঃ মুুকবুল আহমদ গাজী ও অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অপু অধিকারীর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন সুমন। হাইমচরে শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে এটি একটি প্রতিষ্ঠান, উক্ত প্রতিষ্ঠানের ২০২৪ শিক্ষা বর্ষের ছাত্র-ছাত্রীদের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।বিশেষ অতিথি ছিলেন: হাইমচর উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান শেখ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা সেক্রেটারি,মোঃ জসিম উদ্দিন।হাইমচর মডেল স্কুলের প্রধান শিক্ষক : মাওলানা মোঃ হাফিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন:চর ভাঙ্গা ডি এস এস দাখিল মাদরাসা সাবেক সুপার, মাওলানা মোঃ আলী আকবর সাহেব। হাইমচর আল- হেরা মডেল মাদরাসার উপাধ্যক্ষ, মাওলানা মোঃ সাইফুর রহমান আশ্রাফী। অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ জসিম উদ্দিন (লিটন) মোঃ হান্নান সরকার, মোঃ আবুল হোসাইন মাষ্টার, মোঃ দেলোয়ার হোসেন মাস্টার, মোঃ আবুল কালাম। এছাড়া ছাত্র-ছাত্রীদের অভিভাবক স্কুলের ছাত্র-ছাত্রী ও জনপ্রতিনিধি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষ স্কুল কমিটির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের হাতে পুরস্কার এবং ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা।

এই বিভাগের আরও খবর

Back to top button