সিলেট

সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শিপ ফাউ‌ন্ডেশন এর উদ্যোগে স্থাপিত কবিতা ফলক পরিদর্শন।

নিজস্ব প্রতিবিদকঃ
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রবাসী সংগঠক, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বর্ষীয়ান নেতা, রাজনীতিবিদ ও লেখক, কবি মরহুম আবুল বশর আনসারীর নিজ বাসা সিলেটস্থ চৌকিদেখিতে সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শিপ ফাউ‌ন্ডেশন এর উদ্যোগে স্থাপিত কবিতা ফলক পরিদর্শন করেন ডোমিনিকান রিপাবলিক অব হাইতি’র মান্যবর ব্রিটিশ রাষ্ট্রদূত, বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের কৃতি সন্তান মকবুল আলী ওবিই এবং সহধর্মিণী আয়েশা কোরেশী। পরে মান্যবর ব্রিটিশ রাষ্ট্রদূত কবি’র স্ত্রী নামে স্কুল খায়রুন নেছা খানম একাডেমি সহ কবি’র পাঠাগার ঘুরে দেখেন এবং এই রকম উদ্যোগের উক্ত সংগঠনের সকল নেতৃবৃন্দদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন কবি’র বড় মেয়ে লন্ডন টাওয়ার হ্যামলেটস এর দুইবারের ডেপুটি স্পিকার মাদার জেনেত,সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম সহ পরিবারের সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

Back to top button