উজ্জ্বল মিয়া বিশ্বনাথ প্রতিনিধিঃ
বুধবার ১১ অক্টোবর বিকেলে সিলেট জগন্নাথপুরগামী বাস বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের খরাগঞ্জ নামক স্থানে সিএনজি আটোরিক্সাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাস।এই সময় বাসে ৪০/৪৫ জন যাত্রী ছিলেন এবং আহত অনেক । এই সময় এলাকার মানুষ এই খবর শুনে সবাইকে উদ্ধার করে কিন্তু একজন কে উদ্ধার করতে পারে নাই এবং সাথে সাথে বিশ্বনাথ ও উসমানী নগর ফায়ার সার্ভিস এসে প্রায় ৪৫ মিনিট পরে উদ্ধার করতে সক্ষম হন। এই সময় বিশ্বনাথ থানার তদন্ত অফিসার আঃ সালাম স্যার উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিস কর্মী বলেন, আমরা শুনা মাত্র চলে আসি এবং তাকে ৪৫ মিনিট পরে উদ্ধার করতে সক্ষম হয়। আমাদের এ্যাম্বুলেন্স দিয়ে তাকে উসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
আহতদের প্রথম চিকিৎসা দেন পীরের বাজারের পল্লী চিকিৎসক, ডা. কবির খান, তিনি বলে আমি যখনি শুনেছি আমি তখনি ছুটে আসি কারণ, আমার পেশা হচ্ছে মানুষের সেবা করা, আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উনাদের হাসপাতালে পাঠানো হয়।
ছাত্র লীগ নেতা শাহান শাহ, ফায়ার সার্ভিস ও বিশ্বনাথ থানার তদন্ত অফিসার আঃ সালাম স্যার ও এলাকার সবাই কে ধন্যবাদ ও সাধুবাদ জানান।