এস আর শাহ আলম চাঁদপুরঃ
অসহায় মানুষের মাঝে বৃত্বমানরা এগিয়ে আসুন-এমন টা বললেন চাঁদপুর এর জেলা প্রশাসক মুহসিন আলম, সোমবার বিকেলে সাজেদা ফাউন্ডেশন এর আয়োজনে পুরানবাজার আবাসিক রিফুজি কলোনীতে অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জেলা প্রশাসক আরো বলেন। আমরা সকলে সকলের তরে মিলে মিশে কাজ করলে এই সমাজ টাকে সুন্দর করে গরে তুলতে পারবো। আর দরিদ্র বিমোচনে সকল বৃত্বমানরা এগিয়ে আসলে অসহায় মানুষ গুলির কিছুটা হলে দুঃখ্য লাগব হবে, তাই আমি সকলের কাছে আমার আহবান থাকবে আপনারা সমাজের ভালো ভালো কাজ করে নিজ এলাকা সহ গোটা দেশটাকে সুন্দর করে গরে তুনবেন। পরিশেষে তিনি আরো বলেন এই এলাকার প্রতিটি পরিবারকে শীতের কম্বল বিতরণ করতে যদি আপনাদের আরো কম্বল প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন, আমি বাকি কম্বল গুলি দিবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আই সিটি শিক্ষা এরশাদ উদ্দিন। সাবেক পৌর কাউন্সিলর মাঈনুল ইসলাম মফিক বেপারি, সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম নজু বেপারি। শহর যুবদলের আহবায়ক শাহাজাহান কবির খোকা। এছারা উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশন এর সিনিয়র টিম লিড মোঃ শাহ আলম। সোসাল ডেভেলপমেন্ট অফিসার মোঃ আসাদুজ্জামান রিগান সোসাল ডেভেলপমেন্ট অফিসার শাহিনুর ইসলাম পুজেক্ট অফিসার খাদিজা পারভিন। ও সাজেদা ফাউন্ডেশন এর উন্নয়ন কমিটির সভাপতি, রাবেয়া বেগম ও সাধারণ সম্পাদক এবং ১ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক রফিক মিজি। অনুষ্ঠান পরিচালনা করেন সোসাল ডেভেলপমেন্ট অফিসার মোঃ জুয়েল ইসলাম। শুরুতেই আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে ১৮০ পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।