রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে পুলিশের অভিযানে ৩৪জনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত রাজশাহী জেলা ও মহানগরীর থানা ও গোয়েন্দা অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।
নগর পুলিশ জানায়, রাজশাহী মহানগর পুলিশের অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে নগরীর বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলার আসামিদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
জেলা পুলিশ জানায়, রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে গোদাগাড়ী মডেল থানা ৪ জন, তানোর থানা ২ জন, মোহনপুর থানা ৩ জন, বাগমারা থানা ২ জন, দুর্গাপুর থানা ৩ জন, পুঠিয়া থানা ৩ জন, চারঘাট মডেল থানা ২ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১২ জনকে মাদকদ্রব্যসহ ০২ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।
আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।