মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহীঃ
রাজশাহীর মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগষ্ট বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা নির্বাহি অফিসার আয়েশা সিদ্দিকা সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুস সালাম।এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মাদক ব্যবসা ও সেবনের ব্যাপারে কঠোর সমালোচনা করেন এবং বলেন, উপজেলায় কোন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে একচুল ও ছাড় দেওয়া হবেনা। সে হোক জনপ্রতিনিধি বা রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তি তাদের আইনের আশ্রয়ে নিতে পুলিশকে অগ্রনী ভুমিকা রাখতে হবে।অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলাকে মাদক মুক্ত, বাল্য বিবাহ,সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, অবৈধ যানবাহন, স্কুল/কলেজ চলাকালীন সময়ে ড্রেস পরে উপজেলা ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবাধ বিচরণ বন্ধ, চুরি, ছিনতাই রোধ, কিশোর গ্যাং, ইভটিজিং বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। পরে উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মিথিলা দাস, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, টিটিসি অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহা,থানা সেকেন্ড অফিসার এসআই দেবাশীষ নন্দি, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নিতাই চন্দ্র, মৌগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল আমিন বিম্বাস, জাহানাবাদ ইউপি চেয়ারম্যান হযরত আলী, রায়ঘাটি ইউপি চেয়ারম্যান বাবলু হোসেন, স্থানীয় প্রেসক্লাবের গণমাধ্যমকর্মী সাদিকুল ইসলাম স্বপন, রুবেল সরকার, মোঃ শাহীন সাগর প্রমুখ সহ অনেকেই উপস্থিত ছিলেন।