ঢাকা

সাভারে বিএনপি কর্মসূচি পালিত হয়েছে

নাজমুল হাসান নজির নিজস্ব প্রতিনিধিঃ
দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের বিচারের দাবিতে ও ১৫ আগস্ট উপলক্ষে নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে সাভার উপজেলায় আজ অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর থেকে সাভার থানা ও পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি শুরু করে।এ উপলক্ষে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় সাভার থানা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকারের উদ্যোগে ও ঢাকা জেলা যুবদল নেতা শাওন সরকারের নেতৃত্বে পাঁচ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নেতৃত্বে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাজার বাসস্ট্যান্ড, আশুলিয়ার ধামসোনা, বাইপাইল, জিরাবোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন দলীয় নেতা-কর্মীরা।এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ন-আহ্বায়ক খোরশেদ আলম, ভিপি বদিউজ্জামান বদির, বিএনপি নেতা ওবায়দুর রহমান অভিসহ সাভার থানা, পৌর ও আশুলিয়া থানা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এই বিভাগের আরও খবর

Back to top button