ঢাকা

সাভারে দুই হাউজিংয়ের বিরোধে হাত বোমা বিস্ফোরন ও গুলি ছুড়ে আতংক সৃষ্টি

মোঃ নাজমুল হাসান নাজিরঃ
ঢাকার সাভারে সুগন্ধা হাউজিং ও জমজম হাউজিংয়ের মধ্যে প্রাচীর নির্মাণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। ২৩ আগষ্ট বুধবার দুপুরে জমজম হাউজিং প্রাচীর নির্মাণ করতে গেলে বাঁধে বিপত্তি। স্থানীয়দের অভিযোগ জমজম হাউজিং কাজ করতে এলে সুগন্ধ হাউজিংয়ের লোকজন বাধা দিলে এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার মূখে প্রাচীর নির্মাণে ব্যর্থ হয়ে গুলিবর্ষণ ও হাতবোমা বিস্ফোরন ঘটিয়ে আতংক সৃষ্টির অভিযোগ উঠেছে জমজম নূর বিল্ডাস নামের একটি আবাসন কোম্পানির সন্ত্রাসী বাহিনীর (হেলমেট বাহিনীর) বিরুদ্ধে। খবর পেয়ে সাভার মডেল থানার একাধিক টিম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে আলমনগর এলাকায় সরকারী খালের বড় একটি অংশসহ খাসজমি ও এক হিন্দু পরিবারের পৈত্রিক জমিও দখলের জন্য সন্ত্রাসী বাহিনী নিয়ে অস্থায়ী সিমানা প্রাচীর নির্মান শুরু করে জমজম নূর বিল্ডার্স। এলাকাবাসী ও সুগন্ধা হাউজিং দখলারদের বাধা দিলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানার এসঅই মোখলেছুর রহমান ঘটনাস্থলে আসলে দখলদাররা তাকেও লাঞ্ছিত করার অভিযোগ উঠে। পরে এলাকাবাসী ধাওয়া দিলে দখলদার জমজম নূর বিল্ডার্সের সন্ত্রাসী বাহিনী ৪টি হাতবোমা বিস্ফোরন ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে। খবর পেয়ে সাভার মডেল থানার একাধিক টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় বাসিন্দা সুজন চন্দ্র দাস বলেন, তাদের পৈত্রিক প্রায় ৬৩শতাংশ জমি জমজম নূর বিল্ডার্স দখলে নেয়ার জন্য বালু ফেলে ভরাট করেছে। বাধা দিলে নানা ধরনে হুমকি দিচ্ছে। রেকডিও মালিক হওয়া সত্ত্বেও জোরপূর্বক দখলের চেষ্টা করছে। এবিষয়ে তিনি সাভার মডেল থানায় লিখিত অভিযোগও দিয়েছেন।

অভিযোগ আছে সাভারের বলিয়ারপুর, যাদুরচর, চান্দুলিয়া, হেমায়েতপুর, জয়নাবাড়ী, মধুরচর ও মেইটকাসহ বিভিন্ন এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ বামনী খাল। সেই খালের পানি প্রবাহ বন্ধ করে খালটি ভরাট করছে জমজম নূর বিল্ডার্স।সরেজমিন দেখা যায়, খালের বড় একটি অংশসহ খাসজমি ও এক হিন্দু পরিবারের পৈত্রিক জমিও ভরাট করে সেখানে ইতিমধ্যে দীর্ঘ একটি রাস্তা নির্মাণ ও বেশ কিছু প্লট তৈরি করেছে জমজম নূর বিল্ডার্স। এদিকে খালের শেষদিক দখলের অভিযোগ রয়েছে স্থানীয় বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান এসএ হাউজিংয়ের বিরুদ্ধে। এসব প্রতিষ্ঠান বালু ফেলে খাল ভরাট করে প্লট বিক্রয় করছে।

এ ব্যাপারে জমজম নূর বিল্ডার্সের স্বত্বাধিকারী নূর মোহাম্মদ বলেন, এগুলোসব আমাদের জমি। আমাদের জমিতে আরা সীমানা প্রাচির দিচ্ছি। সন্ত্রাসী নিয়ে গুলিবর্ষন ও হাতবোমা বিস্ফোরনের বিষয়ে বলেন আমরা গুলি কিংবা হাতবোমা বিস্ফোরন ঘটনাইনি। পাশের একটি ভবন থেকে মেরেছে।

ঘটনাস্থলে উপস্থিত সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, তাই যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু সমাধান না হয়, এই জমিতে কেউ আসতে পারবে না। কোন সীমানা প্রাচিরও দিতে পারবেনা।

এই বিভাগের আরও খবর

Back to top button