ঢাকা

বিষ্ণুপুর যুবলীগের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা

জি এম রাজু আহমেদ কালীগঞ্জঃ
কালিগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ শে নভেম্বর) বিকালে উপজেলার বিষ্ণুপুর বাজার থেকে চাচাই ফুটবল মাঠ,চৌমুহনী, কোমরপুর মোড়,বন্দকাটি গোরস্থান মোড়,সরদার পাড়া মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে সন্ধ্যা ৭টার বিষ্ণুপুর চৌমুহনী বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় নির্বাচন কমিশন ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড জনসম্মুখে তুলে ধরে আবারও নৌকায় ভোট চেয়ে বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহ আলম ঢালী, সাধারণ সম্পাদক আশিক ইকবাল পাপ্পি,সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন।সভাপতি মামুনার রশিদ মিন্টু,সহ-সভাপতি ফিরোজ লস্কার, যুবলীগের সাবেক সদস্য আলমগীর হোসেন মিন্টু,

এ সময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক গৌতম মন্ডল,সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন,যুবলীগ নেতা সোহেল সরদার, মুক্তিযোদ্ধা সন্তান নুরুল ইসলাম,স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল মজিদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কৃষ্ণপদ কর্মকার,আইয়ুব আলী, রবিউল ইসলাম,আনারুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন” বিএনপি’র মিথ্যা প্ররচনায় কান দিবেন না। গত ১৪ বছরে আওয়ামী লীগ সরকার যা উন্নয়ন করেছে, এগুলো দেখে সহ্য হচ্ছে না।শেখ হাসিনা সরকারের উন্নয়ন সফলতা আপনারা নিজেরাই চোখে দেখছেন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় শেখ হাসিনা সরকার কে নৌকা মার্কায় ভোট দিবেন। আগুন সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে শেখ হাসিনা সরকার এই আস্থা রাখতে হবে।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ, ইউনিয়ন যুবলীগ,ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

Back to top button