মোঃ মিন্টু শেখঃ
রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে লাগা আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী।
বৃহস্পতিবার ২৬ অক্টোবর সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে সশস্ত্র বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। তাদের পাঠানো ক্ষুদে বার্তায় জানানো হয়, সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা ফায়ার সার্ভিসকে আগুন নেভানোর কাজে সহযোগিতা করবেন।
এর আগে বিকেল ৪টা ১৯ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপরই প্রথম ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভবনে বহু মানুষ আটকে আছেন। আটকে পড়াদের উদ্ধারে আমরা কাজ করছে ফায়ার সার্ভিস।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।