কক্সবাজাররাজনীতি

যারা কক্সবাজার ৩ সদর রামু ঈদগাঁও আসন থেকে মনোনয়ন নিলেন

ঈদগাঁও প্রতিনিধিঃ
বর্তমানে নির্বাচনী হওয়া বইতে শুরু করছে। তারই ধারাবাহিকতায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ চলছে। শনিবার থেকে শুরু হওয়া মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলছে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে। দুইদিনে কক্সবাজার ৩ (সদর-রামু-ঈদগাঁও) এ আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন দশজন। যার মধ্যে রয়েছেন দুইজন নারী।

মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান,জেলা আ,লীগ নেতা লে. কর্ণেল অব.ফোরকান আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী,সুপ্রীম কোর্টের এডভোকেট ব্যারিস্টার মিজান সাঈদ, রামু উপজেলা আওয়ামীলীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল,জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী,
কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,জেলা পুজা উদযাপন পরিষদ উপদেষ্টা ও জেলা আ,লীগের নেতা এডভোকোট রণজিত দাশ।

এই আসনে অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করনের লক্ষে সুদক্ষ,কর্মঠ ও বিচক্ষণ এক নতুন মুখকে দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবী তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের।

এই বিভাগের আরও খবর

Back to top button