এম আবু হেনা সাগর ঈদগাঁওঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার গ্রামীণ জন পদের মনোরম পরিবেশে অবস্থিত ঈদগাহ প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে (প্রবাসী) রেমিটেন্স যোদ্ধাদের সংবর্ধিত করা হয়েছে।
প্রি-ক্যাডেট স্কুল প্রতিষ্টাতা সভাপতি আলহাজ্ব আবু ছিদ্দিকবও প্রধান শিক্ষক এ.কে.এম জাহাঙ্গীর আলমের সার্বিক নির্দেশনায় ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলার অসংখ্য প্রবাসীদের সম্মাননা প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন,
ঈদগাহ রশিদ আহমদ কলেজের অধ্যক্ষ জসিম উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার উত্তর বন বিভাগের মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা রিয়াজ রহমান ও স্থানীয় ইউপি সদস্য হাফেজ জিয়াউল হক জিয়া।
স্কুলের প্রধান শিক্ষক এ.কে.এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মিজানুর রহমানের পরিচালনায় এ আনন্দঘন মহতি অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষাবিদ আলহাজ্ব আবু বকর ছিদ্দিকসহ স্কুলের অসংখ্য ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ এলাকার লোকজন অংশ নেন।