কক্সবাজার

ঈদগাঁওয়ে চোর সন্দেহ করায় যুবককে ছুরিকাঘাতে জখম আটক একজন

ঈদগাঁও প্রতিনিধিঃ
ঈদগাঁও উপজেলার মধ্যম ভোমরিয়াঘোনা এলাকায় চোরের ছুরিকাঘাতে ইমাম হোসেন নামের এক যুবক গুরুতর জখম হয়েছে।
আহত ইমাম হোসেন মধ্যম ভোমরিয়া ঘোনা এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। এই ঘটনায় জড়িত আবু বক্কর নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। ধৃত যুবক আবু বক্কর পার্শ্ববর্তী ধইল্লাঝিরি এলাকার ছৈয়দ নুর প্রকাশ বৈদ্যের ছেলে বলে জানা গেছে। আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে ঈদগাঁও ইউনিয়নের মধ্যম ভোমরিয়া ঘোনা ওসমানের বাড়ির পাশে সড়কের উপর।সংগঠিত ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
জানা যায়,ঘটনার সময় ধৃত যুবক আবু বক্কর ছুরি, হাতুড়ি, তালা কাটার যন্ত্র নিয়ে সড়কে অবস্থান করছে, এ সময় হেঁটে যাওয়ার পথে ইমাম হোসেনের নজরে আসলে এতো রাতে সেখানে কেন আসছে জিজ্ঞেস করলে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে চোর সন্দেহে আবু বক্করকে চড় থাপ্পড় দেয় ইমাম হোসেন। ওই সময় আবু বক্কর তার কোমরে থাকা ছুরি নিয়ে ইমাম হোসেনকে উপর্যপুরী ছুরিকাঘাত করে। তার শোর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আবু বক্করকে ধৃত করে। দুই জনকে হাসপাতালে প্রেরণ করে। ইমাম হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।প্রাথমিক চিকিৎসা শেষে আবু বক্করকে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আবদুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মারফত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় দু’জনই রক্তাক্ত,উদ্ধার করে প্রথমে হাসপাতালে পৌঁছে দিয়। এতো রাতে অন্য এলাকার ছেলে হয়ে চুরির করার যন্ত্রাংশ নিয়ে আরেক এলাকায় দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। সন্দেহ থেকেই ছুরিকাঘাতের মত ঘটনাটি ঘটে। কিন্তু এ রাতে কোন চুরি ঘটনা ঘটেনি বলে জানান মেম্বার।

থানা পুলিশ জানান,মামলা,অভিযোগ দায়ের করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ও ধৃত যুবক আবু বক্করকে আদালতে সোপর্দ করা হবে।

এই বিভাগের আরও খবর

Back to top button